মুহাম্মদ সেলিম রেজার প্রথম কাব্যগ্রন্থ 'ফিরে এসো'

 

মুহাম্মদ সেলিম রেজার প্রথম কাব্যগ্রন্থ 'ফিরে এসো'


জেলা প্রতিনিধি, জামালপুরঃ

অমর একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে মুহাম্মদ সেলিম রেজার প্রথম কাব্যগ্রন্থ 'ফিরে এসো'। বইটি প্রকাশ করতে যাচ্ছে রয়েল পাবলিকেশন। 

বইটির প্রচ্ছদ করেছেন রওশন আরা তাবাসসুম। বইটির বিক্রিত মূল্য ১৭০ টাকা। বইটি পাওয়া যাবে একুশের বইমেলায় এবং ফেব্রুয়ারিতে রকমারি ডটকমেও পাওয়া যাবে। এছাড়াও প্রকাশক ও লেখকের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

মুহাম্মদ সেলিম রেজার জন্ম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামে। তিনি মরহুম রেফাজ উদ্দিন মাস্টার ও মরহুমা নূরজাহান বেগম দম্পতির ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।

কাব্যগ্রন্থটি মানুষ কেনো পড়বে এটা উল্লেখসহ লেখকের কিছু কথাঃ

এ কাব্যগ্রন্থটি মূলতঃ তাদের উদ্দেশ্যেই লেখা, যারা চায় মানুষ সত্য ও ন্যায়ের পথে থাকুক। যারা স্রষ্টার দেওয়া সরল পথ ছেড়ে ভুল পথে চলে গেছে তারা সেই সরল পথে ফিরে আসুক। বর্তমানে কাব্য মানেই যেন অশ্লীলতা ও আজগুবি কল্পনায় ভরপুর নিছক বিনোদন। কিন্তু এ কাব্যগ্রন্থটিতে লেখক সমস্ত অশ্লীলতার উর্ধ্বে উঠে মানুষকে নৈতিকতার পথে থাকার ও ফিরে আসার আহ্বান জানিয়েছেন। যারা অশ্লীতার ভয়ে নিজেরা ও নিজের সন্তানদের কাব্যচর্চায় বিরত রাখছেন, এ বইটা তাদের কাব্যচর্চার সুযোগ করে দিবে বলেও আশা করেন তিনি।

লেখকের বই লিখার ভাবনাঃ

আমি মূলতঃ ফেসবুক কেন্দ্রীক লেখালেখি করি। কাব্যগুণে আমার লেখা কবিতাগুলো হয়তো উত্তীর্ণ হতে পারবেনা। তবুও আমার একশ্রেণীর পাঠক গড়ে উঠেছে। যারা নিরন্তর আমাকে উৎসাহ প্রদান করতে থাকে লাইক কমেন্টের মাধ্যমে। বিভিন্ন জায়গায় গেলে অনেকেই আমার লেখার উচ্ছ্বসিত প্রশংসা করে এবং তারা বলেন তারা নিয়মিত আমার লেখা পড়েন এবং আনন্দ পান। বিশেষ করে নৈতিকতামূলক, ধর্মীয় উৎসাহ ব্যঞ্জক লেখাগুলোতে তারা ধর্মের কথা ভাবার অবকাশ পান। তারা সব সময় আমার লেখা যাতে হারিয়ে না যায়, তাই বই আকারে প্রকাশ করার তাগাদা দেন। সেই সুত্রে মনে সুপ্ত বাসনা জাগে বই প্রকাশের। শেষে ফেসবুকে রয়েল প্রকাশনীর একটি বিজ্ঞাপন পাই, কিছু নির্বাচিত পান্ডুলিপি তারা আকর্ষনীয় খরচে প্রকাশ করে দিবেন। সেই সূত্র ধরে পান্ডুলিপি পাঠালে তা নির্বাচিত হয়। অবশেষে আল্লাহর অশেষ রহমতে পান্ডুলিপিটি একটি কাব্যগ্রন্থের রূপ পেল। নতুন লেখক হিসাবে কিছু ভুলভ্রান্তি থাকাটা খুবই স্বাভাবিক। বইটি বহুল প্রচারিত হলে পরবর্তী সংখ্যায় তা সংশোধন করা হবে। ভবিষ্যতে বইটি আরো পাঠকপ্রিয়তা পেলে ভবিষ্যৎ প্রকাশনায় আরো ভালো লেখা উপহার দিবো বলে প্রত্যাশা করি।



Previous Post Next Post