১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, জামালপুরঃ

১২ বছর আত্মগোপনে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোস্তফাকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জামালপুরের র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

এর আগে, রবিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোস্তফা শেরপুরের ঝিনাইগাতী থানার দুধনই গজারী কুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০০৭ সালে গার্মেন্টসে চাকরি করার সুবাদে আসামি মোস্তফার সাথে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার উজির আলীর মেয়ে রোজিনা বেগমের পরিচয় হয়। দুইবছর পর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। কিছুদিন দেশের বাড়িতে সংসার করার পর পূণরায় তারা ঢাকায় যান। এরই মধ্যে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এভাবে চলছিলো তাদের সংসার। কিন্তু ২০১১ সালের ২০ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয়, কলহের একপর্যায়ে মোস্তফা পাঁচ মাস বয়সী শিশুসন্তান মো. আসিফকে দু পা ধরে ঘরে থাকা ঢেকির সাথে সজোড়ে পরপর তিনবার আছাড় দিয়ে হত্যা করে। এ ঘটনা মোস্তফা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। পরে জামিন প্রাপ্ত হয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকার পর রবিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব-১৪।

র‍্যাব অধিনায়ক আশিক উজ্জামান আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post Next Post