ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নিখোঁজ জাহাঙ্গীর খোকন

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নিখোঁজ জাহাঙ্গীর খোকন


জেলা প্রতিনিধি, জামালপুরঃ

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে জাহাঙ্গীর আলম খোকন (২৭) নামের এক যুবক ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এদিকে ছেলের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন তাঁর মা–বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

জাহাঙ্গীর আলম খোকন জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চর ধানাটা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মোঃ জহুরুল ইসলাম ও মোছা. নুরজাহান দম্পতির ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। নিখোঁজের ঘটনায় ১৬ ডিসেম্বর নিখোঁজের বাবা জহুরুল ইসলাম ঢাকা মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরী ও পরিবার সূত্র জানায়, জাহাঙ্গীর আলম খোকন একজন ঔষধ ব্যবসায়ী। সরিষাবাড়ী পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন স্থানে 'মাহাদী মেডিকেল হল' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) এ প্রতিষ্ঠানের ঔষধ কিনতে ঢাকায় যান। কিন্তু রবিবার (১১ ডিসেম্বর) তার ফেরার কথা থাকলেও রাত ১০টা ৩০ মিনিট মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ডের মতিঝিল মডেল স্কুল হতে পায়ে হেঁটে মহাখালী বাসস্ট্যান্ডে আসার সময় নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরও তাকে আর পাওয়া যায়নি।

কথা হয় নিখোঁজের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান মনিরের সাথে, তিনি জাগো নিউজকে বলেন, খোকন ১০ ডিসেম্বর ব্যবসার কাজে ঢাকায় যান। পরেরদিন বাড়িতে আসার কথা থাকলেও সে আর ফিরে আসেনি। সর্বশেষ ১১ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে তার মা এবং স্ত্রীর সঙ্গে মুঠোফোনে বাসযোগে বাড়িতে আসার কথা বলেন। কিন্তু ১১টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ কয়েকদিন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। 

নিখোঁজের পিতা জহুরুল ইসলাম জানান, তার ছেলের কোন শত্রু নেই। সে খুবই মিশুক স্বভাবের। কিন্তু ১১ দিন হলো তার ছেলের কোন সন্ধান পাচ্ছেন না। কিভাবে যে কি হয়ে গেলো তিনি তা বুঝতে পারছেন না। তার চিন্তায় পরিবারের লোকজন নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। ছেলেটি বারবার তার বাবাকে চাইছে।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. মাহবুব আলম জাগো নিউজকে মুঠোফোনে বলেন, নিখোঁজের বিষয়ে সারাবাংলাদেশেই বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও ডিবি পুলিশও বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছেন বলেও জানান তিনি।

Previous Post Next Post