লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় স্কুল মাঠ প্রাঙ্গনে যুব সংগঠন B.M.S.R.N আয়োজনে এক বিশাল মঞ্চ নাটকের আয়োজন করা হয়।
রবিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় বগারপাড় স্কুল মাঠ প্রাঙ্গণে ডাঃ মানিক খান রচনা ও পরিচালনায় "খান সাহেব" নাটকটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নাট্য মঞ্চে ইউপি সদস্য লাল মিয়া সরকারের সভাপতিত্বে প্রদান অতিথি হিসাবে ছিলেন ০২ নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম (মানিক) এবং
সার্বিক সহযোগিতায় ছিলেন বগার পাড় এলাকার সকল শ্রেণীর লোকজন।
"খান সাহেব" নাটকের মূল উপজীব্য বাঙালি নারীর প্রেম ও রাজা জমিদারদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। এতে
জনি ও টিনার প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে
ঘাত-প্রতিঘাতের পর নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও টিনা স্বপ্ন দেখে বেঁচে থাকার, দীপ্তকণ্ঠে সে বলে, ‘জীবন তো একটাই। সুখ-দুঃখ, হাসি-কান্না সব এই এক জীবনের মধ্যে। অবশেষে দুই পরিবারের সমন্বয়ে টিনা ও জনির বিয়ের মধ্য দিয়ে সামাজিকতা চিত্র ফুটিয়ে তোলা হয়।
নাটকটিতে অভিনয় করেছেন, নাজমুল হাসান, বিদ্যুৎ, মানিক, মুকুল, ইমরান, সোহেল, ফাহাদ, সুমন, রিফাত, বিন্দু, শান্ত, মুন্না, আবু সাঈদ, রুবেল, দিপু ও নিবির।