চার কন্যাসন্তান জন্ম নেওয়া পরিবারটির পাশে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠন

চার কন্যাসন্তান জন্ম নেওয়া পরিবারটির পাশে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠন


এস এম খুররম আজাদঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সদ্য একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম নেওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ১৯ জানুয়ারি রাতে জামালপুর শহরের এপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আঞ্জুয়ারা বেগম (২১) ও আতাউর রহমান বাবু দম্পতির ঘর আলো করে চার কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর সন্তানদের লালন পালন করতে হিমশিম খাচ্ছেন কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবু। চার মেয়ের দুধ কেনা, পরিবারের অন্যান্য খরচ জোগাতে না পেরে কষ্টের মাঝে দিন পার করছেন তারা। খবর শুনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ছুটে যান ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামের ওই সংগঠনের স্বেচ্ছাসেবকরা। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, সভাপতি আকলিমা আফরোজ আঁখি, সহ সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন মল্লিক, সহ অর্থ সম্পাদক বোরহান উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলো সরিষাবাড়ী উপজেলা  কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার হাবিবুর রহমান, সজীব মিয়া, রাহাত প্রমুখ।

উপহারসামগ্রী পেয়ে কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবু বলেন, আল্লাহ ৪টি কন্যা সন্তান দিয়েছেন এতে তিনি অনেক খুশি। কিন্তু বাচ্চাদের খরচ, নিজেরদের সংসার খরচ কোন ভাবেই চালাতে পাচ্ছিনা। কাঠমিস্ত্রির কাজ করে যা কামাই করি সেগুলো দিয়ে চাল, ডাল কেনাই কঠিন। সন্তানদের ‘খাবার দুধ’ কিনবো কিভাবে। কৃতজ্ঞতা জানায় আপনাদের প্রতি এমন সাহায্য করার জন্য। 

এসময় শিশু খাদ্যসহ তারা নগদ অর্থ, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কম্বল বিতরণ করেন। ২০২০ সালের ২ জুলাই ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামের সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Previous Post Next Post