সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধন


সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য  নিধন

মাইনুল ইসলাম রিফাতঃ  

জামালপুরে সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধনের খবর পাওয়া গেছে। উপজেলা সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাতারিয়া গ্রামের পাচ ছাতারিয়া দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর তিন মোহনায় একটি জলা শয়ে এলাকার  কিছু লোকের সমন্বয়ে মৎস্য চাষ করে। দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ওই মৎস্য নিধন করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আব্দুল আজিজ বলেন, সম্প্রতি একই এলাকার অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা তার ভাই আব্দুর রশিদ রাতের আঁধারে মাছ ধরতে আসলে মৎস্য চাষীরা তাকে বাঁধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রশিদের বেপরোয়া  লোকজন মৎস্য চাষীদের উপর অতর্কিত হামলা চালায়।

অতঃপর  অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা উল্টো মৎস্য চাষীদের বিরুদ্ধে ২৭-০২-২৩ইং তারিখে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮/৫১। 

আব্দুল আজিজ আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই তাদের এ মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করেছে বলে, আমার ধারণা।   

এ বিষয়ে জানতে চাইলে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।
Previous Post Next Post