সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল পত্রিকা 'সূর্যকরোজ্জ্বল' এর উদ্বোধন

 

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল পত্রিকা 'সূর্যকরোজ্জ্বল' এর উদ্বোধন

এস এম খুররম আজাদঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 'সূর্যকরোজ্জ্বল' নামে এক বিশেষ দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ বিশেষ দেয়ালিকার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বদরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, গাইনিকোলজিস্ট ডা. রাশেদা পারভীন মুন্নী, মেডিকেল অফিসার ডা. সীমান্ত সাহা, ডা. জান্নাতুন নাঈম, ডা. নুসরাত জামান সন্ধি, ডা. ছুমাইয়া মনিরা কাজল, ডা. মেহেদী হাসান, ডা. মিয়া মোহাম্মদ তাহমিদ হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সূর্যকরোজ্জ্বলের মূল উদ্যোক্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বদরুল হাসান দৈনিক তরঙ্গ বার্তাকে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অনুক্ষণ  শ্রদ্ধা জানানোর জন্য এ দেয়াল পত্রিকার উদ্যোগ গ্রহন করা হয়। এ দেয়ালিকার মাধ্যমে যেন মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত অনুসরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি নিবেদিত হওয়ার প্রেরণা পাবেন বলেও জানান তিনি।

Previous Post Next Post