ডিমের দাম কমায় ধ্বংসের পথে খামারিরা

ডিমের দাম কমায় ধ্বংসের পথে খামারিরা


মোঃ মাইনুল ইসলাম রিফাতঃ

সারাদেশে অস্বাভাবিকভাবে মুরগির ডিমের দাম কমায় ধ্বংসের পথে অধিকাংশ খামারিরা ৷

গত ৩ দিনে একনাগাড়ে ডিমের দাম কমলেও কমেনি উৎপাদণ খরচ যার মধ্যে উল্লেখযোগ্য মুরগির খাদ্য (ফিড) ও ওষুধ ৷ ফলে আর্থিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা ৷

খামারিরা বলেন "এ ক্ষতির জন্য তারাই দ্বায়ী যারা ডিমের দাম নির্ধারণ করে, ডিম কাঁচামাল হওয়া স্বত্তেও এর সরকারি মূল্য নির্ধারণ করা হয়না, আমরা চাই বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ যেন প্রতিনিয়তই ডিমের উৎপাদণ খরচ পর্যালোচনা করে নেজ্যমূল্য নির্ধারণ করে যান, দালালচক্রের হাত থেকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ জরুরী প্রয়োজন ৷"

ডিমের দাম কমানোর সময় কমাতে হবে উৎপাদণ খরচ, এমনি জোড় দাবি জানিয়েছেন খামারিরা ৷

Previous Post Next Post