সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০


 এমডি. রিপন

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- রহিমা (৫০), বাবুল ফকির (৩০), গফুর ফকির (২৫), কদ্দুস ফকির (৭০), শামীম ফকির (৩০), মিন্টু (২৭), শাজাহান ফকির (৫৫), মুসলিম ফকির (৫৫), উবাইদুল্লা ফকির (৫০), সুটি বেগম (৪০) ও সেলিনা (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাবুল ফকিরের ৭৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী কামাল ফকিরের সঙ্গে বিরোধ চলে আসছে। জমির মালিকানা দাবি করে কালাম ফকির থানায় মামলা করেছেন। বিকেলে কামাল ফকিরের লোকজন জোর করে ড্রেন নির্মাণ করতে গেলে বাবুল ফকিরের লোকজন বাধা দেন।

 এতে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতদের বিকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে কামাল ফকির বলেন, ওই জায়গা আমাদের। তারা মামলা করেছেন। সেই মামলা তদন্ত করতে পুলিশ আসে। আমরা তাদের আক্রমণ করিনি। তারা নিজেরা নিজেদের আহত করে থানায় মামলা করতে গেছে।

 সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে প্র য়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post Next Post