এমডি রিপন:
জামালপুরে সরিষাবাড়ীতে বাঁশ কাটা নিয়ে দু,পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে ৮ জন। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসি চন্দনপুর খান বাড়ীতে একই বংশের মধ্যে সম্পত্তির সীমানা বন্টনের জেরে আজ সকালে বাঁশ কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত আজহার আলী খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম খান মজনু (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান খান শ্রাবণ (১৮) এবং মৃত আব্দুল লতিফ খানের ছেলে রঞ্জু খান (৫৫) ও তার ছেলে ফরিদ খান (৩০)।
অপরদিকে মৃত কলিম উদ্দিন খানের ছেলে রফিক খান (৭০), হানিফ উদ্দিন খান (৬৫) ও হানিফ খানের স্ত্রী জরিনা বেগম (৫৫) ও পুত্র রুবেল খান (২৭) আহত হয়েছেন।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।