এস এম খুররম আজাদঃ
জামালপুরের বকশীগঞ্জে সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেরুরচরের দক্ষিণ পাড়া গ্রামের সীমান্তবর্তী ইসলামপুর উপজেলার কাশিমার চরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করার কারণে তার মৃত্যু হয়েছে।
মেরুরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বুধবার (১৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে গেলে একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় জাহাঙ্গীর আলম ডাক চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে তাকে বাড়িতে নিয়ে যায়। পরে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।
মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক না করিয়ে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়ত ছেলেটা মারা যেতো না। সচেতনতার অভাবেই ছেলেটির অকাল মৃত্যু হয়েছে। এ বিষয়ে সকলকে সচেতনও হওয়ার আহবান করেন তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ছেলেটি বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। কিন্তু সীমান্তবর্তী ইসলামপুর উপজেলার কাশিমার চর নামক স্থানে তাকে সাপে কামড়ায়। পরে পরিবারের লোকজন জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।