এস এম খুররম আজাদঃ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিঃসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন, ইন্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল।
জানাযায়, প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ স্বল্প আইয়ের মানুষের মাঝে তাঁর (শেখ হাসিনা) পক্ষে এ সকল উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
২১শে এপ্রিল সকালে আর,ডি,এম পায়লট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৮ , শতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রজব আলী কর্তৃক কোরআন তেলোয়াতের মধ্যেদিয়ে অনুষ্ঠানটির প্রারম্ভিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল।
এছাড়াও বক্তব্য রাখেন সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা আওয়ালীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও জামালপুর জজ কোর্টের আইনজীবী সমিতির আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন জীবন প্রমুখ।
বিভিন্ন গ্রাম হতে ঈদের উপহার সামগ্রী (বস্ত্র) নিতে আসা স্বল্প আয়ের মানুষগুলো বলেন, মাহবুবুর রহমান হেলাল তাঁর নিজস্ব অর্থায়নে দেওয়া এই উপহার (লুঙ্গি, শাড়ি) সামগ্রী আমাদের না পাওয়ার কষ্ট অনেকাংশে লাঘব করেছে। এখন আমরা অনেক খুশি। আমরা দোয়া করি তাহার গন্তব্য অনেক কষ্টের হলেও সে পৌঁছে যাক। তাঁরা আরোও বলেন মা শেখ হাসিনা যেন, নৌকার মনোনয়ন তাকে দিয়ে দেন।