জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগের জন্য গত ৫ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ৭ই জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর অনির্দিষ্ট কারন বশতঃ ফলাফল স্থগিত করে কর্তৃপক্ষ। এ নিয়ে অনিয়মের অভিযোগ উঠে। যার কারনে গত ১৮ই এপ্রিল ২০২৩ইং সালে নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত নিয়োগ পরীক্ষার প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
আবেদনের মাধ্যমে জানা যায়, উক্ত সময়ে মোট ৬ জন প্রার্থী যথাক্রমে আনোয়ার, ফরহাদ, রাজ্জাক (রনি), আজিজুল, ফিরোজ (নয়ন), আব্দুর রহিম নৈশ প্রহরী পদের জন্য আবেদন করেছিলেন। যার মধ্যে অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন আমার ভাই আজিজ দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ উক্ত বিদ্যালয়ে বিনা বেতনে অস্থায়ীভাবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন।
সেই সাথে তিনি বলেন, আমার বাবা মরহুম চাঁন মিয়া দীর্ঘ প্রায় ১৫ বছর এই প্রতিষ্ঠানে চাকুরী করেন।
তিনি মারা যাওয়ার পর আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য কথা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন ও সাবেক সভাপতি ফারুক আহম্মেদ বিএসসি।
শুধু তাই নয়, আমার ভাইকে নিয়োগ দিবে বলে আমাদের কাছ থেকে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান ও প্রধান শিক্ষক আজিম উদ্দিন এবং সাবেক সভাপতি ফারুক আহম্মেদ বিএসসি ৪ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন এবং প্রধান শিক্ষক আজিম উদ্দিন আরো অতিরিক্ত ৭০ হাজার টাকা নেন।
কিন্তু এর পরেও আমাকে নিয়োগ না দিয়ে স্থানীয় জালাল উদ্দিনের পুত্র মোঃ মোশারফ হোসেনকে চাকুরী দেওয়ার অপচেষ্টা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ সে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনই করেনি।
যদি বয়স সংক্রান্ত কোন কারনে নিয়োগ কার্যক্রমে বাদ পড়ে যাই তাহলে আমার আরও দুই ভাই এ পরীক্ষায় অংশগ্রহন করেছে। কর্তৃপক্ষ তাদের যেকোন একজনকে নিয়োগ প্রদান করবে বলে আশা করি।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঈদের পরে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ বলেন, সরকারী বিধি অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
এখানে অনিয়মের কোন সুযোগ থাকবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয়ভাবে মানববন্ধন হয়েছে শুনেছি।
যার কারনে জেলা শিক্ষা অফিসারের নির্দেশে ওই বিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ আসাদুজ্জামান চাঁন বিএসসি বলেন, বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের অনুপস্থিত থাকার কারনে সেটি সম্ভব হয়নি। এ বিষয়ে তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, সরকারী বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩৫ বছর। কিন্তু যে প্রার্থী অভিযোগ করেছে তার বয়স ৪২ বছর। যার কারনে তাকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। টাকার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, নিয়োগ প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম করা হয়নি। সরকারী নিয়ম অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। উৎকোচের বিষয়ে তিনি জানেন না বলে জানান।