এস এম খুররম আজাদঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইদু ফকিরের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশেই ধানক্ষেতে কাজ করতে যান কৃষক মান্নান ফকির। এ সময় ক্ষেতের পাশের একটি সেচপাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে ক্ষেতের মাঝেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা একসঙ্গেই কাজ করতে গিয়েছিলেন। এ সময় এমন অপ্রত্যাশিত বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহা খানম প্রিয়াঙ্কা দৈনিক তরঙ্গ বার্তাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির তাঁর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে অদ্যবধি আমি অবগত নই। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।