মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ করা হবে প্রধান বিচারপতি

 

মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ করা হবে প্রধান বিচারপতি

এস এম খুররম আজাদঃ 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, 'মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। দেশে মামলার জট থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য বিচার বিভাগ কর্তৃক এই উদ্যোগ নেওয়া হচ্ছে'। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জামালপুর আদালত পরিদর্শনকালে বিচারক-আইনজীবিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর আশেক মাহমুদ কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি (প্রধান বিচার পতি) এ কথা বলেন।

এ সময় তিনি কলেজে অধ্যয়নকালের বহু স্মৃতিরোমন্থন করেন। কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট রেঞ্জারের চৌকশ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযো্দ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক বিচারপতি হোসেন হায়দার, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আলহাদী, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পা্দক সহকারী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।

Previous Post Next Post