সরিষাবাড়ীতে চাচার মাথা ফাটালেন ভাতিজারা

 

সরিষাবাড়ীতে চাচার মাথা ফাটালেন ভাতিজারা

এস এম খুররম আজাদঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে বসতভিটার জমি আত্মসাতের উদ্দেশ্যে চাচার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। গুরুতর আহত তোজাম্মেল হক ধলাকে (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ তোজাম্মেল ওই গ্রামের মৃত মিনহাজ মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, তোজাম্মেল হক ধলার চাচাতো ভাই চাঁন মিয়ার দুই ছেলে শফিক (৪০) ও সেলিম (৩৭)। তারা শুক্রবার সকালে চাচা তোজাম্মেলের বসতভিটায় মাটি কাটতে যায়। এসময় বাধা দিলে শফিক ও সেলিম ক্ষিপ্ত হয়ে তোজাম্মেলের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উদ্ধার করে সরিষাবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মোজাম্মেল হক ধলা জানান, ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত (চিরকুমার)। ভাতিজারা দীর্ঘদিন ধরে তার জমিজমা আত্মসাতের চেষ্টা করে আসছে। একপর্যায়ে তারা জমির মাটি কাটতে যায়। বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে এমন আঘাত করে।

অভিযোগ প্রসঙ্গে ভাতিজা শফিক ও সেলিমের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post Next Post