সেহরির সময় রোজাদারদের জাগ্রত করতে মাইকে ডাক দেওয়ায় ইমামের ওপর হামলা

সেহরির সময় রোজাদারদের জাগ্রত করতে মাইকে ডাক দেওয়ায় ইমামের ওপর হামলা


এস এম খুররম আজাদঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জে সেহরির সময় রোজাদারদের জাগ্রত করার জন্য মাইকে ডাক দেওয়ায়, মসজিদের ইমামের উপর হামলার অভিযোগ উঠেছে জাকির হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

জানাযায়, ওই যুবকের বিরুদ্ধে শুক্রবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার সর্দারপাড়া তৌহিদি মুসলিম জনতার ব্যানারে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাহাদুরাবাদ সর্দারপাড়া জামে মসজিদ থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অভিগম্যে এসে শেষ হয়।

বিক্ষোভকারী লোকজন জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে উপজেলার সর্দারপাড়া নাদু বেপারীর ছেলে জাকির হোসেন সর্দারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে সেহরির সময় মাইকে অতিরিক্ত ডাকাডাকির অভিযোগ আনেন। পরে ওইদিন রাতে তারাবির নামাজ শেষে ইমাম নুর মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারপিটও করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ আসেন এবং ইমাম নূর মোহাম্মদ সোহাগকে ধৃত করেন। তা দেখে উপস্থিত এলাকাবাসী  পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেন। 

অতঃপর পুলিশ ইমাম নুর মোহাম্মদ সোহাগকে ছেড়েদেন। ইমাম নুর মোহাম্মদ সোহাগ জানান, সেহরির সময় মাইকে রোজাদারদের ডাক দেওয়ার জেরে জাকির হোসেন তাকে গালিগালজ ও মারপিট করেন।  

সর্দারপাড়া গ্রামের মো. ইয়াদ আলী ও নুরু মিয়াসহ আরো অনেকে বলেন, জাকির হোসেন একজন নেশাখোর ভন্ড। প্রতিদিন সে মদ্যপান, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করে এলাকার অধিকাংশ মানুষদের সব সময় বিরক্ত করে আসছে । সে অতিরিক্ত নেশাগ্রস্ততার জন্য বিকারগ্রস্ত হয়ে মসজিদের ইমামকে মাইকে রোজাদারদের ডাক দেওয়ার বিষয়টিতেও বাঁধার সৃষ্টি করেন। তাই অসামাজিক এই মানুষটির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিক্ষোভের বিষয়টি আমি জানি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

ইমামকে আটক করার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, আটক করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ইমামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। উত্তেজিত জনতা বুঝতে পারেনি। বিষয়টি ভুলবোঝাবুঝি মাত্র।

Previous Post Next Post