কিডনি রোগে আক্রান্ত জাকিরের জীবন আজ অসহায় বেচে থাকার জন্য সাহায্যের আকুল আবেদন

কিডনি রোগে আক্রান্ত জাকিরের জীবন আজ অসহায় বেচে থাকার জন্য সাহায্যের আকুল আবেদন


মোহাম্মদ শেখ ফরিদঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদীঘা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন (২৩) এর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎকরা। কিডনি প্রতিস্থাপনের জন্য তার মা কিডনি প্রদান করতে রাজী আছেন কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে খরচ লাগে তা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছেনা। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তার জীবন এখন সঙ্কটাপন্ন।

 তার ছোট একটি মেয়ে সন্তান রয়েছে। জাকিরের বাবা নিম্ন আয়ের মানুষ কোনোভাবে  সংসার পরিচালিত করে আসছেন। সুস্থ অবস্থায় বাবার পাশাপাশি জাকির সংসারের হাল ধরেছিলেন। অসুস্থতার কারণে জাকির এখন কাজ করতে অক্ষম। 

২০১৭ সালে প্রথম সে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকরা জানান তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি কিডনি ডায়ালাইসিস করে বেঁচে আছেন। কিডনি ডায়ালাইসিসের খরচ অত্যান্ত ব্যয় বহুল। এই খরচ যোগাড় করা এখন আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দুইদিন পর পর ডায়ালাইসিস করতে খরচ হয় চার হাজার টাকা। প্রায় চার বছর ধরে চলছে তার এই চিকিৎসা। তার আর্থিক সক্ষমতা যা ছিল তা দিয়ে চিকিৎসার খরচ চালিয়ে তারা এখন নিঃস্ব। আর্থিক অস্বচ্ছলতায় কিডনি প্রতিস্থাপনের এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে জাকির হোসেন ও তার পরিবার সমাজের হৃদয়বান, বিত্তবান, দানশীলব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বেচে থাকার আশাবাদে নিজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের  আকুল আবেদন করেছেন।

Previous Post Next Post