আলোচিত বাবু চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  

আলোচিত বাবু চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মাইনুল ইসলাম রিফাতঃ

জামালপুরের ৭১ টেলিভিশনের সাংবাদিক  নাদিম হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


এছাড়াও এই মামলার দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী। 


১৮ জুন রোববার জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ দেন। 


আইনজীবী ইউসুফ আলী বলেন, "আমরা রাষ্ট্রপক্ষ থেকে চেয়ারম্যান বাবুসহ এই চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম।  বিচারক দুইপক্ষের কথা শুনে প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অপর আসামিদের মধ্য দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।"


আরেক শুনানিতে এই মামলার অপর ৯ আসামির রিমান্ড শুনানি হয়। সেখানে আদালত চারজনকে ৪ দিন ও ৫ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। 


আসামিদের নাম মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫),  মো. তোফাজ্জল (৪০),  আইনাল হক (৫৫),  কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০),  মকবুল (৩৫),  মো. ওহিদুজ্জামান (৩০) ।


গত শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৩ জন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়। 


উল্লেখ্য, ১৪ জুন বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। 


বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। 

Previous Post Next Post