জামালপুরে রাস্তার উন্নয়নমূলক ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে রয়েছে আলীনগরবাসী

জামালপুরে রাস্তার উন্নয়নমূলক ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে রয়েছে আলীনগরবাসী


মাইনুল ইসলাম রিফাতঃ

রাস্তার সুব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগের মধ্যে রয়েছেন জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দারা । 


সরকারের দেওয়া গ্রামীন অবকাঠামোর বরাদ্দ স্বীয় ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক যথাযথ স্থানে প্রয়োগ না হওয়ায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে, জানান এলাকাবাসী । 


উক্ত গ্রামের কাঁচা রাস্তা দিয়েই চলাচল করে প্রায় ১৫ শতাধিক মানুষ, যার মধ্যে কিছুসংখ্যক মানুষ অটো রিকশা চালিয়েই করে আসছে জীবিকা নির্বাহ এবং প্রায় ৮০ শতাংশ মানুষ নির্ভরশীল কৃষিকাজের উপর, যার জন্যে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে এই রাস্তাটির উপর ‌। সঠিক সময়ে অসুস্থ মানুষদের স্বাস্থ্য কমপ্লেক্সে না নিতে পারায়, মৃত্যুর ঘটনাও ঘটছে।


কপিত পাড়া মোড় থেকে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার । 


কিন্তু বৃষ্টি হলেই চলাচল করা কষ্টসাধ্য এবং শিশু বাচ্চারা কাঁদামাটির রাস্তাতে হাঁটার সময় পিছলে পড়ার ভয়ে স্কুলে যেতে চায়না এমনটাও জানিয়েছেন স্থানীয়রা।

নাম না বলার শর্তে একজন বলেন, অপ্রত্যাশিত এমন দুর্ভোগ এটা কখোনই কাম্য নয়। তিনি বলেন, শুনেছি একাধিকবার এই রাস্তাটির উপর বরাদ্দ এসেছে। আমরা দুর্বল প্রকৃতির মানুষ বলে এখানে কাজ হয়না। বরাদ্দ ডাইভার্ট করে সবল এলাকায় দেওয়া হয়। 


অতঃপর তিনি বলেন, সরকারের দেওয়া 
গ্রামীণ অবকাঠামোর বরাদ্দের মধ্যদিয়ে এলাকার উন্নয়ন তথা এলাকাবাসীর জীবনযাত্রার মান তরান্বিত করে রাস্তাটি যথাযোগ্য সংস্কার অতঃপর রাস্তাটি পাকা  করে এমন জনদুর্ভোগ থেকে যেন সবাইকে মুক্তি দেয় যথাযথ কর্তৃপক্ষ। 


রশিদপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক তাঁর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এমন দুর্ভোগের বিষয়ে আমি অবগত। সম্মুখ বরাদ্দে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের মধ্যদিয়ে কাজটি সম্পন্ন করবে বলে, আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Previous Post Next Post