সরিষাবাড়ীতে বিনামূল্যে পাঁচ'শ গরুর ফ্রি টিকা প্রদান

 

সরিষাবাড়ীতে বিনামূল্যে পাঁচ'শ গরুর ফ্রি টিকা প্রদান

সরিষাবাড়ী প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ফ্রি ভ্যাটেরিনারি ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে বিনামূল্যে প্রায় পাঁচ'শ গরুর টিকা প্রদান করা হয়। একইসাথে গবাদিপশু-পাখির রোগ সম্পর্কে  সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত।

গবাদিপশুর সেবা প্রদান করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন,, ভিএফএ কামরুল ইসলাম, এআইটি আবুল কালাম আজাদ, এলএসপি নিলুফা ইয়াসমীন, এলএফএফ তরিকুল ইসলাম ও ইকবাল হোসেন।

Previous Post Next Post