সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ করেছে, সাংবাদিক সংগঠন পর্যবেক্ষক, বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগঠন সাংবাদিক বিএফইউজে ফেডারেল ইউনিয়ন।
বৃহস্পতিবার ২০ জুলাই দুপুরে জামালপুরের মানবিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নিজ উপজেলায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়ত শওকত জামান এর সমন্বয়ে কবর জিয়ারত ও সাংবাদিক নাদিমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আগুন্তক বিএফইউজে বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়ন সমেত ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাংবাদিকবৃন্দ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কবর জিয়ারত করেন।
অতঃপর সাংবাদিক নেতৃত্বস্থানীয়রা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়ী থেকে নাদিম হত্যার স্থান পাটহাটিতে আয়োজিত সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন ।
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বতঃস্ফূর্ত সাংবাদিকদের চাওয়া-পাওয়ায় মুখরিত হয়ে উঠে এলাকাটি।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক।
এসময় বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, যেসব আসামি এখনও গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে যারা হত্যাকাণ্ডের নেপথ্যে তাদেরকেও আইনের আওতায় এনে নতুন এফআইআরভুক্ত করতে হবে।
এসময় সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত তার বক্তব্যে বিভিন্নসময় নাদিমের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হুমকির ধারাবাহিক বর্ণনা দেন এবং নেপথ্যের হোতাদের বিচারের আওতায় আনার দাবি করেন।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন (বুধবার) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।