মাইনুল ইসলাম রিফাত ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা ও তৃণমূল আওয়ামীলীগের দাবি নৌকার মাঝি হবেন, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
শনিবার ২২ জুলাই বিকাল ৪ টায় ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ মতবিনিময় সভায় নৌকার মাঝি হবেন, মাহবুবুর রহমান হেলাল এমন দাবি তুলেছেন, ভাটারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
নৌকা সমর্থিত জনতা ও নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড হতে ধারাবাহিকভাবে পরপর বড়, বড় মিছিল নিয়ে প্রবেশ করেন মাঠ প্রাঙ্গনে । নেতৃত্বস্থানীয়দের বক্তব্যের পূর্ব মুহূর্তে জনগণ অধ্যুষিত হয়ে মাঠ প্রাঙ্গন কানায়, কানায় ভরে উঠে। এ সমাবেশে ৭ সহস্রাধিকের অধিক মানুষ সমবেত হয়েছে বলে, অনেকের অভিমত।
সমাবেশটি ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের উদ্যোগে চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে পরিচালিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ হোসেন মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত মাহবুবুর রহমান হেলাল তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অত্যাবশ্যক বিশ্বাস আমার। আমার ধমনিতে বহমান মুক্তিযুদ্ধার রক্ত। সেই মতে সর্বজনীন মহানুভব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অবশ্যম্ভাবী জামালপুর ১৪১ এর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও দাবিদার আমি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ সোনা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন তারা, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরকার প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরাধীন বাঙালিদের মুক্তিকরণের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো: দুদু ফকির, বীর মুক্তিযোদ্ধা দুলু উজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হালিম সরকার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন সহ ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ালীগের নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভা শেষে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।