সরিষাবাড়ীতে দোকানে কেক কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার শিশু

 

সরিষাবাড়ীতে দোকানে কেক কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার শিশু


জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে কেকের লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে নুরুল হক নুরু নামে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। 

সোমবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার উপজেলা পরিষদ গেইটের (পুরাতন আদালত ভবন) সামনে এ ঘটনা ঘটে। তিনি মিতানুর ভ্যারাইটিজ স্টোরের সত্ত্বাধিকারী। 

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বিকেল ৩ টার দিকে ওই শিশুটি মিতানুর ভ্যারাইটিজ স্টোরে কেক কিনতে গেলে নুরুল হক তাকে দোকানের ভেতরে ডেকে নেন। অতঃপর শ্লীলতাহানির চেষ্টা করেন। 

এসময় শিশুটির ডাক-চিৎকারে তাকে ছেড়ে দিলে শিশুটি বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলেন। পরে শিশুটির মা এসে বৃদ্ধের কাছে জানতে চাইলে তিনি মাফ চান এবং আর কোনদিন এমন হবে না বলে জানান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল হক দোকান বন্ধ করে পালিয়ে যান।

শিশুটির মা বলেন, দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে ওই দোকানদার টার্গেট করে আসছিলো। মাঝেমধ্যেই জোর করে এটাসেটা দিতেন। পরে আমি গিয়ে টাকা দিয়ে আসতাম। কিন্তু এতোদিন আমি তার মতলব বুঝতে পারিনি। আজকে বুঝতে পারলাম এই বেটা একটা চরিত্রহীন লোক। কতটুকু বদ, কেকের লোভ দেখিয়ে দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান এই লম্পট। 

পরে আমি গিয়ে প্রতিবাদ করলে তিনি আমার হাত ধরে মাফ চান। কিন্তু আমি কোনভাবেই এটা মানতে পারছি না। এলাকার লোকজন আমাকে বার বার চাপ দিচ্ছেন আইনি ব্যবস্থা গ্রহনের। আইনি সহায়তা পাবার জন্য আমি ৯৯৯—এ কলও করেছিলাম। কিন্তু তারা থানায় লিখিত অভিযোগ করতে বলেন। আমি অভিযোগ করতে ভয় পাচ্ছি। 

এ বিষয়ে নুরুল হকের বক্তব্য নিতে তার দোকানে গেলে তার দোকান বন্ধ পাওয়া যায় এবং তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Previous Post Next Post