এস এম খুররম আজাদঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার নৌকা ভ্রমণে শিক্ষক ও ছাত্রীদের যৌথ নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ আগস্ট) সকালে চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা সিরাজগঞ্জের ইকো পার্ক ভ্রমণে যান।
এদিকে তারা ভ্রমণ শেষ করে ফিরে আসার আগেই বিকেল থেকে ছাত্রীদের নিয়ে শিক্ষকদের নাচানাচির ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উচ্চশব্দে গানের তালে, তালে ছাত্রীদের নিয়ে দুই-তিনজন শিক্ষককে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতে দেখা যায়। এসময় দাঁড়িয়ে থাকা অন্য ছাত্রীরাও নাচ-গানের সাথে হাততালি দিতে থাকে।
নৌকা ভ্রমণ শিক্ষার্থীদের সাথে মাদরাসার সুপার মাও. ইদ্রিস আলীসহ শিক্ষক-শিক্ষিকা, অফিস সহকারী ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এদিকে নাচের ভিডিওটি ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সফরের নামে ইসলামের নির্দেশনার পরিপন্থী হয়ে, শিক্ষক-ছাত্রীদের এমন নাচানাচি মাদরাসার মূলধারার শিক্ষার নীতিভ্রম হয়েছে বলে, অভিমত অনেকের।
এব্যাপারে চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার সুপার মাও. ইদ্রিস আলীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক জানান, মাদরাসার ছাত্রীদের সাথে শিক্ষকদের নাচের ভিডিও একজন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে। এটা খুবই খারাপ কাজ করেছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের কাজ মোটেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে, জানান তিনি।