এস এম খুররম আজাদঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির মহাসমাবেশটি জন সমুদ্রের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে মুক্তিযোদ্ধা-জনতার উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত সরিষাবাড়ী গড়ার প্রত্যয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় এ সমাবেশের আয়োজন করেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান। এ সমাবেশে ডা. মুরাদ হাসান এমপি প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত হয়ে সোনার বাংলা বিনির্মানে স্বাধীনতার বিরুদ্ধে থাকা অপশক্তি নিধনে উদ্বেগ বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজাত আলী ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক লুৎফর রহমান লুলু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম প্রমুখ।
সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল সমাবেশ সঞ্চালনা করেন।