বক্তব্য শেষে 'জয়বাংলা' বলেন না মাদারগঞ্জের পিআইও

 

বক্তব্য শেষে 'জয়বাংলা' বলেন না মাদারগঞ্জের পিআইও

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইব্রাহিম খলিল বক্তব্য শেষে 'জয়বাংলা' উচ্চারণ করেন না বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বিষয়টি সবার নজরে আসে।

সরকারি-বেসরকারী কর্মকর্তাসহ সবার ক্ষেত্রেই বক্তব্য শেষে জাতীয় স্লোগান 'জয়বাংলা' উচ্চারণে নির্দেশনা থাকলেও মাদারগঞ্জের পিআইও তা লঙ্ঘন করায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সমাপনী বক্তব্য রাখেন পিআইও ইব্রাহিম খলিল। স্বাভাবিকভাবে তিনি বক্তব্য রাখলেও শেষে 'জয়বাংলা' উচ্চারণ না করেই তার বক্তব্য ও অনুষ্ঠানের ইতি টানেন।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি। একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বক্তব্যের শেষে 'জয়বাংলা' স্লোগান দেয়া বাধ্যতামূলক। এটি নিয়ে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। যদি কেউ এটি লঙ্ঘন করেন এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।

Previous Post Next Post