সরিষাবাড়ীতে ভোট বর্জনের দাবিতে চলছে বিএনপির ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে ভোট বর্জনের দাবিতে চলছে বিএনপির ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ীতে মামলা ও গ্রেফতার আতঙ্কে কোনঠাসা থাকলেও আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের দাবিতে সুযোগমতো লিফলেট বিতরণ করছে বিএনপি। পাশাপাশি ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। সিনিয়র নেতারা অধিকাংশই মামলার আসামি থাকলেও কখনো কখনো ঝটিকা মিছিলেও অংশ নিচ্ছেন অনেকেই।

জানা গেছে, গত ১৮ নভেম্বর দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ৪১ জন এজাহারভূক্তসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়। এরমধ্যে তালুকদার পরিবারের বর্তমান প্রজন্মের তিনভাই জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন এবং সংগীতশিল্পী ফখরুল কবির তালুকদার নাদিম এ মামলায় এজাহারভূক্ত। যদিও আন্দোলনের মাঠ থেকে সরাতে এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি বিএনপির। ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলনে সরব থাকলেও মামলার কারণে ভাটা পড়ে। তবে চলমান নির্বাচনবিরোধী হরতাল-অবরোধে কোথাও কোথাও নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়। সেখানেও হানা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। ফলে মামলা ও গ্রেফতার আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের।

এদিকে আতঙ্ক মাথায় নিয়েই ভোট বর্জনের দাবিতে সম্প্রতি লিফলেট বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা। নিজেদের সুযোগমতো খণ্ডখণ্ডভাবে সাধারণ মানুষদের সচেতন করতে লিফলেট ছড়াচ্ছে। লিফলেটে ভোট বর্জনের পাশাপাশি সরকারকে চাপে ফেলতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত, সকল প্রকার কর, খাজনা, ইউটিলিটি বিল প্রদান বন্ধ, ব্যাংকে লেনদেন স্থগিত ও মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

অপরদিকে আরামনগর, ঝালুপাড়া, সামর্থবাড়ি, ঝালুপাড়া রোডে মাঝেমধ্যে ঝটিকা মিছিল করছে দলটি। মিছিলে উপজেলা বিএনপির সর্বোচ্চ অভিভাবক (জেলা বিএনপির সভাপতি) ফরিদুল কবির তালুকদার শামীমকে সচরাচর দেখা না গেলেও সর্বশেষ গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে পাঁচ শতাধিক কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা যায়। পরে পৌরসভার চৌধুরী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আগামী ৭ তারিখের নির্বাচন ভেলকিবাজির নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। আপনারা ভোটকেন্দ্রে না গেলে একমাসের মধ্যে আবার নির্বাচন দিতে হবে, সে নির্বাচনে সবার অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

অপরদিকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত একজন এবং আওয়ামী লীগের অপর দুই স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে তিনি বলেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা তিনজনই একমায়ের সন্তান। নিজেরা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

উল্লেখ্য, সরিষাবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ছাড়াও আওয়ামী লীগের আরও দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ঈগল) এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশীদ (ট্রাক)। অন্য চারজন প্রার্থী হলেন—জাতীয় পার্টির আবুল কালাম আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন (সোনালি আঁশ), জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ্ (মশাল) ও বিএনএফের তারিখ মাহাদী (টেলিভিশন)।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎকন্ঠা। একদিকে বিএনপির প্রতিরোধ আন্দোলন, অন্যদিকে মাঠ দখলে রাখতে ইতোমধ্যেই আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষ, হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

Previous Post Next Post