চাননি ঘাট

চাননি ঘাট


সাজ্জাদ হোসেনঃ

চাননি ঘাটের, চাননি রাইতের আন্ধারে গাং পাড়ে

বারবার তোমার কথা মনে পড়ে

রওশনি ভরা টুকরা চান 

উপরের কালা আসমান

থেইকা উইড়া আয়া ভুইলা সরম হায়া,

এই কোলে খেলতাছিল 

চুমতাছিল আমার জান,

ওই শ্যামের কথা মনে পড়ে।

খুসবুওআলা বাদল

করতাছিল পাগল

লেপটাইছিল এই নিকাম্মারে 

বেলা ফুলের ঘেরান

করছিল হয়রান

আহে না কেলা ফিরা! ওই জুম্মারে।

কইছিল, গাওনা একটা গান

জানমোন,

আমি না তোমার জলপড়ি

আমি কি কায়ার?

গজলের আমি সায়ার

একটার পর একটা গান ধরি

ভুইলা গেছিলাম পুরা দুনিয়াটারে।

তুমি যে গেলা ওই পাড়ে

সুনসান কইরা এই দিলটারে

চাননি ঘাটের চাননি রাইতে

আবার তোমার দেহা পাইতে

কতবার গেছি ডিসেম্বরে।

ওই পাড়ে যে যায়

আহে না কেলা ফিরা এই কলিজায়!

আর কতো সাঁতরাইবা এই দিলটারে?

চাননি ঘাটের চাননি রাইতের আন্ধারে

গাং পাড়ে

পুরা জন্দেগি, খালি তোমার কথাই মনে পড়ে।

Previous Post Next Post