জামালপুরে পরকীয়ার ঘটনায় ভাইকে হত্যায় জড়িত ভাড়াটিয়া খুনি খুলনা থেকে গ্রেফতার

জামালপুরে পরকীয়ার ঘটনায় ভাইকে হত্যায় জড়িত ভাড়াটিয়া খুনি খুলনা থেকে গ্রেফতার



জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে বোনের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ভাই আব্দুল করিমকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী মো. সোবহান আলীকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার (১৭ এপ্রিল) ভোরে জামালপুরের র‌্যাব ১৪ (সিপিসি-১)-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোবহান আলী জেলার মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের খোকন মিয়ার ছেলে।

র‌্যাবের ক্যাম্প অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর সদর উপজেলার কৈডোলা (উত্তরপাড়া) গ্রামের আব্দুল করিমের বোনজামাই সুরুজ্জামান প্রবাসে থাকায় বোন নুরে জান্নাত ইতি একইগ্রামের তারা মিয়ার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। এ ঘটনায় ভাই আব্দুল করিম বিভিন্নসময় বাধা দেন। কিন্তু বাধা না মানায় আব্দুল করিম বিষয়টি বোনজামাই সুরুজ্জামানকে অবগত করেন। এতে তার বোন নুরে জান্নাত ইতি ও পরকীয়া প্রেমিক তারা মিয়া ক্ষিপ্ত হয়ে আব্দুল করিমকে হত্যার সিদ্ধান্ত নেয়।

এদিকে আব্দুল করিম ২০২৩ সালের ৮ আগস্ট ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দু’দিন পর মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া দউপাড় সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুল করিমের স্ত্রী আশামনি বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মূলহোতা তারা মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা মিয়া ভাড়াটিয়া খুনি হিসেবে মো. সোবহান আলীর নাম উল্লেখ করেন।

মেজর মো. আবরার ফয়সাল আরও জানান, মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে সোবহান এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং চারজন মিলে আব্দুল করিমকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার হলেও অন্যরা পলাতক থাকায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী সোহরাবকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।

Previous Post Next Post