জামালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

 

জামালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

জামালপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং বিভিন্ন কলেজ ক্যাম্পাসকে শীতল রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। পরে কলেজ ও জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করা হয়। 

এ সময় জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট, সাধারন সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান পরাগ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়, পরিবেশ সম্পাদক খায়রুল ইসলাম ও উপ-পরিবেশ সম্পাদক সাঈদ আকন্দসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি চলতে থাকবে। পাশাপাশি আমাদের ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপনের নির্দেশনা দেয়া হয়েছে। 

Previous Post Next Post