সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রচণ্ড খরা ও তাপদাহে জনজীবনে নাভিশ্বাস চরমে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বায়তুল ফালাহ্ জামে মসজিদ মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
এতে ইমামতি করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. মো. হাসানুজ্জামন বিন আবুল কালাম আজাদ।
সকাল ১০.৫টায় এ নামাজ শুরু হয়। পরে প্রায় আধাঘণ্টাব্যাপী মোনাজাত করা হয়।
এতে সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শামসুল হক, বায়তুল ফালাহ্ জামে মসজিদ কমিটির সভাপতি এবিএম জহুরুল হাসান রাজু, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করে।
স্থানীয় বেস্ট ভিউ এরাবিক মাদরাসার এমডি খালেদ সাইফুল্লাহ্ সাইম, প্রভাষক শামীম হোসাইন সোহেল, রেনেসা হসপিটালের পরিচালক গোলাম রব্বানী, সরিষাবাড়ী আইসক্রিম মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হকসহ স্থানীয় যুব সমাজের উদ্যোগে সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়।