এস.এম.রিপন
১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ ৪। দৃষ্টিভঙ্গি
২. দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩. দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪. মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।
যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।
মনে রাখবেন আপনার জীবন আপনার পরিবারের জন্য অত্যান্ত মূল্যবান।