জামালপুর প্রতিনিধি:
গত
২০২২ সনের সেপ্টেম্বর মাসে শুরু করা হয় বহুল আলোচিত ৬০৬ মিটার দৈর্ঘ্য নান্দিনা-লক্ষ্মীরচর ব্রিজের নির্মাণ কাজ। আগামী ২০২৫ সনের ১০ সেপ্টেম্বর ব্রিজের
নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে । কিন্তু ব্রিজের কাজ প্রথম দিকে ভালভাবে চললেও বর্তমান চলছে ধীর গতিতে । ব্রিজের লক্ষ্মীরচর অংশে ৮টি পিলারের উপর এখন গার্ডার নির্মাণ কাজ চলছে। নান্দিনা বাজার অংশে ৮টি পিলারের মধ্যে ৫টি পিলারের কাজ শেষ হলেও বাকী রয়েছে আরো ৩টি পিলারের কাজ। এমন ধীর গতির কারণ ভুমি
অধিগ্রহণের কাজ সম্পন্ন না করা। জমি
ও স্থাপনা মালিকদের নামে ৪ ধারা ও
৭ ধারার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু ৮ ধারার নোটিশ
এখনো জমির মালিকরা পায়নি । ভূমির মালিকরা টাকা না পাওয়ায় স্থাপনা
সরাচ্ছেননা । আর স্থাপনা না
সরানোয় বাকী পিলারের নির্মাণ কাজও শুরু করতে পারছেননা ঠিকাদারি প্রতিষ্ঠান । ভুমি অধিগ্রহণ জটিলতা ও ধীর গতিতে
কাজ চলায় আগামী ৫ বছরেও এর
নির্মাণ কাজ শেষ হবে কিনা তা নিয়ে জনমনে
দেখা দিয়েছে নানা প্রশ্ন ।