জামালপুর
প্রতিনিধি:
আগামী
৩০ জুন সারা দেশে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত তখন প্রবেশপত্র না পাওয়ায় হতাশায়
ভুগছে জামালপুর শহরের বেলটিয়ার শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৯৬ জন শিক্ষার্থী।
এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
তাদের
(অভিভাবক) অভিযোগ, সন্তানরা এই বিদ্যালয়ে লেখাপড়া
করেছে। নিয়মিত বেতন, ফি পরিশোধ করেছে।
ফরমফিলাপ ও রেজিস্টেশনের টাকাও
দিয়েছে। প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ১০- ১২ হাজার টাকা
নেওয়া হলেও তাদের ফরম ফিলাপ ও রেজিস্টেশন হয়নি।
পিন্সিপালের অবহেলায় তাদের সন্তানদের পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা
উদ্বেগ দুশ্চিন্তার মধ্যদিয়ে দিনাতিপাত করছেন।
শিক্ষার্থীরা
জানায়, গত ২৩ জুন
সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। কিন্তু আমরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারি আমাদের প্রবেশপত্র আসেনি। অতপর আমরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমকে প্রবেশ পত্র দেওয়ার জন্য অনুরোধ করি। পরে আমরা সকল শিক্ষার্থীরা জানতে পারি শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের, কলেজ পর্যায়ে কোনো প্রকার অনুমোদন নাই। ফলে তাদের রেজিস্টেশন ও ফরম ফিলাপ
হয়নি।
শাহাবুদ্দিন
মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় কলেজের
প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িক ভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্যদ। যেসব শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কোনো সম্পর্ক নাই বলেও জানান তিনি
।
শাহাবুদ্দিন
মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান, সব ঠিক হয়ে
যাবে।