জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

 

এস এম খুররম আজাদ:

শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এই স্লোগানে জামালপুর জেলা পরিষদের মাসিক সভা বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে এবারে উন্নয়ন বাজেট ঘোষণা করা হয় ৫১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৭৩ টাকা।

রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাসিক বাজেট সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা,  জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।

বাজেটে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- দৌলতুজ্জামান, প্যানেল চেয়ারম্যান- মো. মজিবর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান- ফারহানা আক্তার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম,  মোহাম্মদ সিরাজুল ইসলাম,  সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিলা সরোয়ার, নাজমা পারভীন প্রমুখ।

সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা  ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৭৩ টাকা।

এর মধ্যে সরকারি অনুদান থেকে ২০ কোটি টাকাসহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১২৬ টাকা এবং এডিপি খাতে কোটি ৩৯ লাখ হাজার ৭৪৭ টাকা।


Previous Post Next Post