আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ সতর্ক বার্তা :

 


জনসার্থে এস.এম.রিপন ঃ

স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দিন ।  ছড়ানো চামড়ায় দ্রুত লবন দিয়ে শুকনো স্থানে রাখুন

চামড়া হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ যা জুতা ও চামড়াজাত পণ্য শিল্পের প্রধান কাঁচামাল।

 দেশে আহরিত চামড়ার অধিকাংশ সংগৃহীত হয় ঈদ-উল আজহার মৌসুমে।

 চামড়া ছড়ানোর সময় বাঁকানো মাথার ছুরি ব্যবহার করুন,  লক্ষ্য রাখুন যাতে চামড়া কেটে না যায় বা কোনো দাগ না লাগে।

গরম ও আদ্রতাপূর্ণ আবহাওয়ার কারণে কোরবানির চামড়ায় দ্রুত পঁচন ধরে নষ্ট হয়ে যেতে পারে।

নষ্ট চামড়ার বাজার মূল্য এবং শিল্পে ব্যবহার উপযোগিতা উভয়ই কমে যায়।

চামড়া ছড়ানোর পরপরই রক্ত-মাংস –চর্বি-ময়লা পরিস্কার করে পর্যাপ্ত লবণ দিয়ে শুকনো স্থানে রাখুন যাতে রোদ, বৃষ্টি বা পানি না লাগে।

ভালোভাবে লবন দিলে চামড়া পচেঁ না, ফলে দেখে শুনে ভাল দামে বিক্রয় করা যায়।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করুন, স্থানটি ভালোভাবে ধুয়ে জীবানুনাশক ছিটিয়ে দিন। 

” জাতীয় সম্পদ চামড়া,  রক্ষা করবো আমরা ”


Previous Post Next Post