এস এস খুররম আজাদ:
ইউনিভার্সেল এমিটি সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদুল উল আযহা উপলক্ষে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিন্ন্যাফৈর গ্ৰামের শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়। (লেটস ওয়ার্ক অব বাংলাদেশ ) এর অর্থায়নে ইউনিভার্সেল এমিটি সংগঠনের আয়োজনে এবং ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের ভলান্টিয়ারদের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয়।
এমন মানবিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে( ইউনিভার্সেল এমিটি) সংগঠনের দুর্জয় বলেন, ঈদের দিন যেন অসহায় হতদরিদ্র মানুষেরা মাংস খেতে পারে। ঈদের আনন্দ সবার মাঝে যেন ছড়িয়ে পড়ে, এই মনোভাব নিয়ে গরু কোরবানী করা হয়েছে এবং মাংস বিতরণ করা হয়েছে ।
কুরবানী ও মাংস কার্যক্রমের দায়িত্বে থাকা ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের দায়িত্বশীল রাজিবুল ইসলাম রিপন বলেন - বিন্যাফৈর চর বেষ্টিত এলাকা। এই এলাকায় অনেক হতদরিদ্র অসহায় মানুষ বসবাস করে এবং এই অঞ্চলে হতদরিদ্র মানুষের সংখ্যা বেশি তাই এই এলাকা সিলেক্ট করে এখানে কুরবানী করেছি এবং শতাধিক হতদরিদ্র পরিবারের তালিকা করে তাদের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছি।
বিনামূল্যে মাংস পেয়ে খুশি হতদরিদ্র অসহায় মানুষেরা । আগামীতে এমন আরো মানবিক কার্যক্রমের পরিচালনা করার জন্য আহ্বান জানান তারা। মাংস পেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর জন্য দোয়া করেন বিন্ন্যাফৈর গ্ৰামের হতদরিদ্র মানুষেরা।