সরিষাবাড়ীতে শেখ হাসিনার উপহার বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ

 

এস এম খুররম আজাদ:

জামালপুরের সরিষাবাড়ীতে শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় , উপজেলা কৃষি কার্যালয়, সরিষাবাড়ী বন বিভাগ কার্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১১, ৩০ মিনিটে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে হতদরিদ্র দারিদ্রসীমার নীচে বসবাসরত মানুষের মাঝে এ সকল ত্রান বিতরণ করা হয়।

এ সময় আরো ১০  জন ভিক্ষুককে ২০ টি ছাগল ১২ জন শারিরিক  প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ও ১০০ জনকে ১৪ কেজি শুকনা খাবার, ১০০ জনকে ১০ কেজি চাল, ১০ জনকে ঢেউটিন নগদ অর্থের চেক দেওয়া হয়।  অন্যদিকে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৪০০ জনকে আমন ধানের বীজ সার এবং বন বিভাগ কর্তৃক ৫০০০ গাছের চারা বিতরণ করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ১৪১ জামালপুর সরিষাবাড়ী আসনের সাংসদ অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত হয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, এদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের মানুষদের আর্থসামাজিক উন্নয়ন, দেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হওয়া, উন্নয়ন বিমুখ মানুষের উন্নতি সাধন করা   ক্ষুধা মুক্তকরণ। আমি সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরিষাবাবাড়ীর অসহায় মানুষদেব অবলম্বন হয়ে দোস্তদের দৈন্যতা মোচনে কাজ করে যাবো।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌর মেয়র মো: মনির উদ্দিন,  উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক,  কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান প্রমুখ।


Previous Post Next Post