জামালপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ ও মানববন্ধন


 জামালপুর প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সনাতনী সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই কর্মসুচির আয়োজন করে।দুপুর ১২টার দিকে কর্মসুচির শুরুতে দয়াময়ী মোড়ে মানববন্ধন করে হিন্দু ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থী অভিভাবকরা। পরে সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসুচিতে নীলা সরকার, দুর্জয়, অন্তিম গৌড় বসাক, সুচিতা দত্ত, দ্বীপসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সময় শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, বাড়িঘরে হামলা, লুটপাট অগ্নিসংযোগ হলেও সরকার প্রশাসন নিরব রয়েছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, কিন্তু গত আগষ্ট সরকারের পতন হলে ভেবেছিলাম দেশটাকে নতুন কারে গড়ে তুলবো। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর সংখ্যালঘুদের উপর আঘাত শুরু হয়। আমরা এখন নিজের দেশে নিরাপদ না, আমরা রাতে ঘুমাতে পারি না ভয়ভীতিতে থাকি। আমাদের দেশত্যাগ করে ভারক চলে যাওয়ার জন্য নানাভাবে হুমকি নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পৃথক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার সংরক্ষণ আইন প্রণনয়সহ দফা দাবী পেশ করে তা দ্রুত বাস্তবায়নের দাবী জানান শিক্ষার্থীরা।


Previous Post Next Post