সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মানুষের অপ্রত্যাশিত ঢল


 এস এম খুররম আজাদঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ২০ আগষ্ট তাঁর (মরহুম আব্দুস সালাম তালুকদার) স্বীয় গ্রাম মূলবাড়ীর, তালুকদার বাড়ীর পারিবারিক কবর স্থানের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এসময় সরিষাবাড়ী উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অপ্রত্যাশিত  ঢল লক্ষ্য করা গেছে। প্রতিবছর এই দিনটি জামালপুর বিএনপি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক ্যালি, মরহুমের কবর জিয়ারত স্মরণ সভা।

জামালপুর জেলার কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

১৯৩৬ ইং সালের  নভেম্বর জামালপুরের সরিষাবাড়ি  উপজেলার সাতপোয়া  ইউনিয়নের মূল বাড়ি গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের পিতা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন একজন মানবিক ধার্মিক ব্যক্তিত্ব।

Previous Post Next Post